Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এত দ্বারা অত্র ইউনিয়নের সর্ব  সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অদ্য  ১৯/০৬/২০২৩ ইং। রোজ সোমবার  হইতে ২১/০৬/২০২৩ ইং । রোজ বুধবার পর্যন্ত  বিশেষ কারন বশত অত্র অফিসিয়াল কার্যক্রম  বন্ধ  থাকিবে।   


০৯ নং দেওটি ইউনিয়নের মাতৃত্বকালীন ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহিলা বিষয়ক অফিস বা ইউনিয়ন পরিষদ কোন প্রকার তথ্য চাইবে না। কেউ তথ্য চাইলে না দেওয়ার জন্য অনুরোধ করা গেল।


হাট-বাজার

 

১। নান্দিয়াপাড়া বাজার। এখানে সপ্তাহের শুক্র ও মঙ্গল বার  বাজার বসে। তবে পুরো সপ্তাহ জুড়েই এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়।

২।  মুহুরীগঞ্জ বাজার।  এখানে সপ্তাহের নির্দিষ্ট কোনদিন বাজার না বসলেও  প্রতিদিনই এখানে সল্প পরিষরে কিছু স্থায়ী বেচাকেনা হয়ে থাকে।

৩।  দেওটি বাজার।   এখানে সপ্তাহের শনি ও বুধবার  বাজার বসে। তবে পুরো সপ্তাহ জুড়েই এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়।

৪।  নতুন বাজার।   এখানে সপ্তাহের নির্দিষ্ট কোনদিন বাজার না বসলেও  প্রতিদিনই এখানে সল্প পরিষরে কিছু স্থায়ী বেচাকেনা হয়ে থাকে।