Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এত দ্বারা অত্র ইউনিয়নের সর্ব  সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অদ্য  ১৯/০৬/২০২৩ ইং। রোজ সোমবার  হইতে ২১/০৬/২০২৩ ইং । রোজ বুধবার পর্যন্ত  বিশেষ কারন বশত অত্র অফিসিয়াল কার্যক্রম  বন্ধ  থাকিবে।   


০৯ নং দেওটি ইউনিয়নের মাতৃত্বকালীন ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহিলা বিষয়ক অফিস বা ইউনিয়ন পরিষদ কোন প্রকার তথ্য চাইবে না। কেউ তথ্য চাইলে না দেওয়ার জন্য অনুরোধ করা গেল।


Title
FF
Details

সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সকল উপকারভোগী সরেজমিনে লাইভ ভেরিফিকেশনসহ যাছাই-বাছাই করা হবে।

 0১ / বয়স্ক ভাতা

02/ ধিবা ভাতা

03/ প্রতিবন্দী ভাতা 

04/ সকল প্রকার উপবৃত্তি


প্রয়োজনীয় কাগজ পত্র

0১ / বয়স্ক ভাতা , অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ, বেদে জনগোষ্ঠী বিশেষ  ভাতার লাইভ ভেরিফিকেশন জন্য জাতীয় পরিচয় পত্রের মূল কপি , ও পটোকপি, ঠিকানার নিচের অংশে ভাতাভোগীর অবশ্যই নিজ মোবাইল নম্বরলিখা থাকতে হবে। ভাতা প্রাপ্তির ভাতাবহি/ পরিশোধ বহি , ভাতা বই এর কভার পেজ ও তাহার পরের পৃষ্টার ছবিযুক্ত পেজ এর  ফটোকপি ও মোবাইল নম্বর সহ সশরীরে নির্ধারিত স্থানে উপস্থিত খাকতে হবে

 02/ ধিবা ও স্বামী নিগ্রহিতা ভাতা ,  লাইভ ভেরিফিকেশন জন্য জাতীয় পরিচয় পত্রের মূল কপি , ও পটোকপি, ঠিকানার নিচের অংশে ভাতাভোগীর অবশ্যই নিজ মোবাইল নম্বরলিখা থাকতে হবেভাতা প্রাপ্তির ভাতাবহি/ পরিশোধ বহি , ভাতা বই এর কভার পেজ ও তাহার পরের পৃষ্টার ছবিযুক্ত পেজ এর  ফটোকপিভাতাভোগীর স্বামীর মৃত সনদ, তালাক প্রাপ্তি হলে তালাকের মূল কপিসহ ফটোকপি , 2য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নাই চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নমোবাইল নম্বর সহ সশরীরে নির্ধারিত স্থানে উপস্থিত খাকতে হবে ।

03/ প্রতিবন্দী ভাতা , লাইভ ভেরিফিকেশন জন্য জাতীয় পরিচয় পত্রের মূল কপি , ও পটোকপি, ঠিকানার নিচের অংশে ভাতাভোগীর অবশ্যই নিজ মোবাইল নম্বরলিখা থাকতে হবেপ্রতিবন্দী সুবর্ণ

 নাগরিক কার্ড়, ভাতা প্রাপ্তির ভাতাবহি/ পরিশোধ বহি , ভাতা বই এর কভার পেজ ও তাহার পরের পৃষ্টার ছবিযুক্ত পেজ এর  ফটোকপি।মোবাইল নম্বর সহ সশরীরে নির্ধারিত স্থানে উপস্থিত খাকতে হবে ।

04/ সকল প্রকার উপবৃত্তি, উপবৃত্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন পত্র ও ভাতাভোগীর জাতিয় পরিচয়  পত্র /আনলাইন জন্ম নিব্ধন সনদ পত্রের মূল কপি  ভাতাবোগীর ভাতাপরিশোধ বহি ও মোবাইল নম্বর সহ সশরীরে নির্ধারিত স্থানে উপস্থিত খাকতে হবে।

Attachments
Image
Publish Date
24/07/2023
Archieve Date
31/08/2023