সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সকল উপকারভোগী সরেজমিনে লাইভ ভেরিফিকেশনসহ যাছাই-বাছাই করা হবে।
0১ / বয়স্ক ভাতা
02/ ধিবা ভাতা
03/ প্রতিবন্দী ভাতা
04/ সকল প্রকার উপবৃত্তি
প্রয়োজনীয় কাগজ পত্র
0১ / বয়স্ক ভাতা , অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ, বেদে জনগোষ্ঠী বিশেষ ভাতার লাইভ ভেরিফিকেশন জন্য জাতীয় পরিচয় পত্রের মূল কপি , ও পটোকপি, ঠিকানার নিচের অংশে ভাতাভোগীর অবশ্যই নিজ মোবাইল নম্বরলিখা থাকতে হবে। ভাতা প্রাপ্তির ভাতাবহি/ পরিশোধ বহি , ভাতা বই এর কভার পেজ ও তাহার পরের পৃষ্টার ছবিযুক্ত পেজ এর ফটোকপি ও মোবাইল নম্বর সহ সশরীরে নির্ধারিত স্থানে উপস্থিত খাকতে হবে।
02/ ধিবা ও স্বামী নিগ্রহিতা ভাতা , লাইভ ভেরিফিকেশন জন্য জাতীয় পরিচয় পত্রের মূল কপি , ও পটোকপি, ঠিকানার নিচের অংশে ভাতাভোগীর অবশ্যই নিজ মোবাইল নম্বরলিখা থাকতে হবে।ভাতা প্রাপ্তির ভাতাবহি/ পরিশোধ বহি , ভাতা বই এর কভার পেজ ও তাহার পরের পৃষ্টার ছবিযুক্ত পেজ এর ফটোকপি। ভাতাভোগীর স্বামীর মৃত সনদ, তালাক প্রাপ্তি হলে তালাকের মূল কপিসহ ফটোকপি , 2য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নাই চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন।মোবাইল নম্বর সহ সশরীরে নির্ধারিত স্থানে উপস্থিত খাকতে হবে ।
03/ প্রতিবন্দী ভাতা , লাইভ ভেরিফিকেশন জন্য জাতীয় পরিচয় পত্রের মূল কপি , ও পটোকপি, ঠিকানার নিচের অংশে ভাতাভোগীর অবশ্যই নিজ মোবাইল নম্বরলিখা থাকতে হবে। প্রতিবন্দী সুবর্ণ
নাগরিক কার্ড়, ভাতা প্রাপ্তির ভাতাবহি/ পরিশোধ বহি , ভাতা বই এর কভার পেজ ও তাহার পরের পৃষ্টার ছবিযুক্ত পেজ এর ফটোকপি।মোবাইল নম্বর সহ সশরীরে নির্ধারিত স্থানে উপস্থিত খাকতে হবে ।
04/ সকল প্রকার উপবৃত্তি, উপবৃত্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন পত্র ও ভাতাভোগীর জাতিয় পরিচয় পত্র /আনলাইন জন্ম নিব্ধন সনদ পত্রের মূল কপি ভাতাবোগীর ভাতাপরিশোধ বহি ও মোবাইল নম্বর সহ সশরীরে নির্ধারিত স্থানে উপস্থিত খাকতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS