Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এত দ্বারা অত্র ইউনিয়নের সর্ব  সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অদ্য  ১৯/০৬/২০২৩ ইং। রোজ সোমবার  হইতে ২১/০৬/২০২৩ ইং । রোজ বুধবার পর্যন্ত  বিশেষ কারন বশত অত্র অফিসিয়াল কার্যক্রম  বন্ধ  থাকিবে।   


০৯ নং দেওটি ইউনিয়নের মাতৃত্বকালীন ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহিলা বিষয়ক অফিস বা ইউনিয়ন পরিষদ কোন প্রকার তথ্য চাইবে না। কেউ তথ্য চাইলে না দেওয়ার জন্য অনুরোধ করা গেল।


এক নজরে দেওটি

০১.  নাম – ৯নং দেওটি ইউনিয়ন পরিষদ।

০২.  আয়তন – ৮.৭৯৫ (বর্গ কিঃ মিঃ)

০৩. লোকসংখ্যা – ৫১,৫০৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

০৪. গ্রামের সংখ্যা – ২৬ টি।

০৫. মৌজার সংখ্যা – ২৪ টি।

০৬. হাট/বাজার সংখ্যা -৩ টি।

০৭. উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

০৮. শিক্ষার হার – ৮০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

০৯. সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,

১০. উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,

১১. মাদ্রাসা- ৪১টি।

১২. দায়িত্বরত চেয়ারম্যান –জনাব নুরুল আমিন (শাকিল)

১৩. গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- দেওটি হেমায়েতুল ইসলাম কাওমী মাদ্রাসা।

১৪. ঐতিহাসিক/পর্যটন স্থান –বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর।

১৫. ইউপি ভবন স্থাপন কাল – ১৯/০৬/২০০৯ইং।

১৬. নব গঠিত পরিষদের বিবরণঃ

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২৯/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ –২৯/০৬/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৯/০৬/২০১৬ইং

১৭. গ্রাম সমূহের নাম –

          ০১.পালপাড়া, ০২.রুহুল আমিন নগর(বাগপাঁচরা), ০৩.নবগ্রাম, ০৪.সামারখিল, ০৫.ব্রজারগাঁও, ০৬.আমিরাবাদ,

          ০৭.বটখিল, ০৮.দুয়ারীপাড়া, ০৯.ঘাসেরখিল, ১০.কুমারগরিয়া, ১১.হাঁটপতিশ, ১২.শাশিআলী, ১৩পতিশ, ১৪.গুংশিং, ১৫.জুজাফ্ফর,

         ১৬.মুহিতখোলা, ১৭.পিতাম্বপুর, ১৮.বানিপুর, ১৯.রামদেবপুর, ২০.দেওটি, ২১.সুরহলি, ২২.দুর্গাদৌলতপুর, ২৩.নান্দিয়াপাড়া, 

          ২৪.আন্দিরপাড়, ২৫.ডুমুরিয়া, ২৬.সরকামত।

১৮. ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

                ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

 

১৯. ইউনিয়নের পোষ্ট অফিসের সংখ্যা: ০৫টি।

২০. ইউনিয়নে ব্যাংকের সংখ্যা ০২ টি।

২১. ইউনিয়নে মসজিদের সংখ্যা: ৫২।

২২. ইউনিয়নে মন্দিরের সংখ্যা: ০৩টি।

২৩. ইউনিয়নের মাজারের সংখ্যা: ০৪টি।

২৪. ইউনিয়নের ২০১৩-২০১৪ অথ বছরে ভিজিডির সংখ্যা: ৭০টি।

২৫. ইউনিয়নের ২০১৩-২০১৪ অথ বছরে ভিজিএফ কাডের সংখ্যা: ১৮২০টি।

২৬. ইউনিয়নের ২০১৩-২০১৪ অথ বছরে মাতৃত্য কালিন ভাতা: ২১টি।

২৭. ইউনিয়নের বয়স্ক ভাতা: ৬৪৮ টি

২৮. ইউনিয়নের বিধবা ভাতা: ১৮৩ টি।

২৯. ইউনিয়নের পঙ্গু ভাতা: ৭৪টি।

৩০. ২০১৩-২০১৪ অথ বছরে অতি দরিদ্রদের জন্য কম সংস্থান কমসূচীর প্রথম পযায়ে শ্রমিকের সংখ্যা: ২০০টি।

৩১. ইউনিয়নের পোষ্ট অফিসের সংখ্যা: ০৫টি।

৩২. ইউনিয়নে ব্যাংকের সংখ্যা ০২ টি।

৩৩. ইউনিয়নে মসজিদের সংখ্যা: ৫২।

৩৪. ইউনিয়নে মন্দিরের সংখ্যা: ০৩টি।

৩৫. ইউনিয়নের মাজারের সংখ্যা: ০৪টি।

৩৬. ইউনিয়নের ২০১৩-২০১৪ অথ বছরে ভিজিডির সংখ্যা: ৭০টি।

৩৭ ইউনিয়নের ২০১৩-২০১৪ অথ বছরে ভিজিএফ কাডের সংখ্যা: ১৮২০টি।

৩৮ ইউনিয়নের ২০১৩-২০১৪ অথ বছরে মাতৃত্য কালিন ভাতা: ২১টি।

৩৯ ইউনিয়নের বয়স্ক ভাতা: ৬৪৮ টি

৪০. ইউনিয়নের বিধবা ভাতা: ১৮৩ টি।

৪১. ইউনিয়নের পঙ্গু ভাতা: ৭৪টি।

৪২. ২০১৩-২০১৪ অথ বছরে অতি দরিদ্রদের জন্য কম সংস্থান কমসূচীর প্রথম পযায়ে শ্রমিকের সংখ্যা: ২০০টি।